রাশিয়া চেয়েছিল হিলারি ক্লিনটন নির্বাচিত হোক: ট্রাম্প

রাশিয়া চেয়েছিল হিলারি ক্লিনটন নির্বাচিত হোক: ট্রাম্প

শেয়ার করুন

_96913931_af3077cd-8c8c-4fdc-9183-c2e4ccd7e8bfবিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়া চেয়েছিলো হিলারি ক্লিনটন নির্বাচিত হোক ।আর হিলারি নির্বাচিত হলে মার্কিন সেনাবাহিনী ধ্বংস হয়ে যেতো বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক-কে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি । জার্মানির হামবুর্গে  জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে বলে সাক্ষাতকারে জানান ট্রাম্প। রাশিয়া ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সাহায্য করেছে এমন বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। যদিও  ট্রাম্প ও রাশিয়া বরাবরই এ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসছে।