রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বিজেপির

রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বিজেপির

শেয়ার করুন

imageবিশ্বসংবাদ ডেস্ক :

বিহারের  রাজ্যপাল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সোমবার দলের পক্ষ থেকে রামনাথের নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

এর আগে বিজেপির সংসদীয় দলের বৈঠকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। রামনাথ কোবিন্দ কানপুর থেকে উঠে আসা বিজেপির দলিত নেতা।

১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। এছাড়া ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত, বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন কোবিন্দ। ২০১৫ সালের ৮ অগস্ট, বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন রামনাথ কোবিন্দ।