রকেট নিক্ষেপের জবাবে গাজায় মিসাইল ছুঁড়েছে ইসরায়েল

রকেট নিক্ষেপের জবাবে গাজায় মিসাইল ছুঁড়েছে ইসরায়েল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ফিলিস্তিন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া রকেটের জবাবে হামাস নিয়ন্ত্রিত গাজায় মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েল।

Gaza tensionsরোববার ফিলিস্তিন অধ্যুষিত গাজার উত্তরাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। এ ঘটনায় এক কিশোর বিস্ফোরণে আহত হয়েছে।

সরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লার্নার জানান, হামাসের ছোড়া রকেট হামলার জবাব দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি জানান, ইসরায়েলি এয়ার ফোর্স এবং ট্যাঙ্ক থেকে গাজার উত্তরাঞ্চলে হামাসের দুটি ঘাঁটিতে হামলা করা হয়েছে। অবশ্য রকেট হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

গত মাসে ইসরায়েলের সেডেরত শহরে রকেট হামলার পর, ইসরায়েলি এয়ারফোর্স গাজার চারটি এলাকায় হামলা চালিয়েছিল।

গাজার আকাশসীমা, নৌপথ ও স্থলপথ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। ফলে সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ মানুষের স্বাধীনভাবে যাতায়াত ও বাণিজ্য ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।