রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

শেয়ার করুন

1034366575

বিশ্ব সংবাদ ডেস্ক:

স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

পরীক্ষার পর দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বিজ্ঞানী ও প্রকৌশলীদের যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

সু হে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেন প্রেসিডেন্ট নিজেই। গত ফেব্রুয়ারিতে এখান থেকেই দেশটি স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণ করেছিল। এই রকেট ইঞ্জিন পরীক্ষার ফলে বিভিন্ন ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের সামর্থ্য অর্জন করবে উত্তর কোরিয়া।

যার মধ্যে থাকবে পৃথিবী পর্যবেক্ষণের মতো আন্তর্জাতিক মানের স্যাটেলাইট। দ্রুতই উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীন মনে করে, এসব রকেট উৎক্ষেপন আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা তৈরির অংশ।