যুদ্ধ আতঙ্কে ঘর-বাড়ি ছাড়ছে পাঞ্জাববাসীরা

যুদ্ধ আতঙ্কে ঘর-বাড়ি ছাড়ছে পাঞ্জাববাসীরা

শেয়ার করুন

new-strike-759বিশ্ব সংবাদ ডেস্ক:

পাকিস্তান শাসিত কাশ্মিরে কয়েকটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর আকষ্মিক হামলার পর, ঘরবাড়ি ছাড়ছেন পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় কাশ্মিরের গ্রামবাসীরা।

দেশ দুটির মধ্যে যুদ্ধের আশংকায় পাঞ্জাবের বেশ কটি গ্রাম থেকে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। বিরোধপূর্ন কাশ্মির নিয়ে এর আগে ভারত ও পাকিস্তান অন্তত দুবার একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।

এ মাসের গোড়ার দিকে ভারত শাসিত কাশ্মিরে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, গত বুধবার মধ্যরাতে শুরু হওয়া সার্জিক্যাল স্ট্রাইক শেষ হয় বৃহস্পতিবার ভোররাতে।

সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে হামলার প্রস্তুতি নেওয়া জঙ্গিদের ওপর এই হামলা চালানো হয়। হামলায় বহু জঙ্গি নিহত হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে ভারতের দাবিকে একেবারে ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যায়িত করেছে পাকিস্তান সেনাবাহিনী।