যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প

শেয়ার করুন

1.6520088.1825078945বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিসিসিপি’তে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সমাবেশে উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, ‘সৌদি বাদশাহ সালমান’কে তিনি বলে দিয়েছেন, তাকে আমরা সুরক্ষা দিচ্ছি। মার্কিন সেনা সমর্থন ছাড়া তিনি ক্ষমতায় টিকতে পারবেন না। তবে সৌদি বাদশাহ্কে কবে এ ব্যাপারে সতর্ক করেছেন তা পরিষ্কার করে বলেন নি ট্রাম্প।

এর আগেও ২০১৬ সালে উইকনসিস অঙ্গরাজ্যে এক নির্বাচনি প্রচারণায় ট্রাম্প সৌদি আরবকে সুরক্ষা দেয়ার কথা মনে করে দিয়ে বলেছিলেন, এর বিনিময়ে রিয়াদ উপযুক্ত মূল্য পরিশোধ করছে না। তবে এ বিষয়ে এখনো সৌদি আরবের কোন মন্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দূর করতে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া ফিলিস্তিন, ইসরায়েল ইস্যুতেও শান্তি পরিকল্পনা বাস্তবায়নেও সৌদি আরবকে পাশে চায় ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হুঁশিয়ারি দিয়েছেন বলেও খবর বেরিয়েছে।