যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের প্রস্তাব প্রত্যাখ্যান হারওয়ার্ডের

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের প্রস্তাব প্রত্যাখ্যান হারওয়ার্ডের

শেয়ার করুন

_94685563_hi037898895-1বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড। হোয়াইট হাউস সুত্রে একথা নিশ্চিত করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিতর্কের মুখে গত সোমবার মাইকেল ফ্লিনের পদত্যাগের পর হারওয়ার্ডকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে হারওয়ার্ড পারিবারিক ও আর্থিক কারণ উল্লেখ করেছেন। তবে হারওয়ার্ডের সিদ্ধান্তের পেছনে ভিন্ন কারণ রয়েছে বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে। পদ গ্রহণের প্রশ্নে হারওয়ার্ড প্রশাসনে নিজের লোক আনতে চেয়েছিলেন। আর এ নিয়েই ট্রাম্পের সঙ্গে মতভেদের জেরে পদ গ্রহণে অস্বীকৃতি জানান তিনি। লকহিড মারটিন নামের একটি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন হারওয়ার্ড।