যুক্তরাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন পুতিন : হিলারি

যুক্তরাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন পুতিন : হিলারি

শেয়ার করুন

ST LOUIS, MO - OCTOBER 09:  Democratic presidential nominee former Secretary of State Hillary Clinton listens to a question during the town hall debate at Washington University on October 9, 2016 in St Louis, Missouri. This is the second of three presidential debates scheduled prior to the November 8th election.  (Photo by Chip Somodevilla/Getty Images) BELFAST, UNITED KINGDOM - JUNE 17:  Russian President Vladimir Putin arrives at Belfast International Airport on June 17, 2013 in Belfast, Northern Ireland. The two-day G8 summit, hosted by UK Prime Minister David Cameron, is being held in Northern Ireland for the first time. Leaders from the G8 nations have gathered to discuss numerous topics with the situation in Syria expected to dominate the talks.  (Photo by Peter Muhly - WPA Pool/Getty Images)
বিশ্বসংবাদ ডেস্ক :

সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন।

শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ট্রিনিটি কলেজে এক বক্তৃতায় হিলারি বলেন, পুতিন নিজেকে কর্তৃত্বপরায়ণ, কট্টর শ্বেতাঙ্গ এবং একনায়ক শাসকদের নেতা হিসেবে পরিচিত করে তুলেছেন। পুতিন চান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরুক এবং মার্কিন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক। একি সঙ্গে তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে ট্রাম্পকে সহয়োগিতা করার অভিযোগ করেন। গতকাল ট্রিনিটি কলেজ কর্তৃপক্ষ হিলারিকে সম্মানজনক ডিগ্রি প্রদান করে।