যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে: আসাদ

যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে: আসাদ

শেয়ার করুন

45f2fcd46e50478daa0dd109c0d5c738_18বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। একই সঙ্গে তিনি মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ এসডিএফ এর দখলে থাকা ভূমি পুনরুদ্ধার করারও অঙ্গীকার করেন।

রুশ সংবাদমাধ্যম ‘রাশিয়া টুডে’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে আসাদ বলেন, এসডিএফ-এর সঙ্গে আলোচনার নতুন দরজা খুলেছে তার সরকার। আর এটাই প্রথম সুযোগ। যদি এতে কাজ না হয় তাহলে শক্তি প্রয়োগ করে ওই অঞ্চলগুলো পুনরুদ্ধার করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রকে যেতে হবে, যেকোনও উপায়েই তাদের যেতে হবে।

এছাড়া তাকে ট্রাম্পের পশু হিসেবে উল্লেখ করা প্রসঙ্গে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে আসাদ বলেন, এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নিজের চরিত্রই তুলে ধরেছেন। যা ট্রাম্পকেই প্রতিনিধিত্ব করে।