যুক্তরাজ্যের নার্ভ এজেন্টের শিকার এক দম্পতি

যুক্তরাজ্যের নার্ভ এজেন্টের শিকার এক দম্পতি

শেয়ার করুন

_102381129_captureবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাজ্যের উইল্টশায়ারে নার্ভ এজেন্টের শিকার হয়েছেন এক দম্পতি। তারা বিষাক্ত নার্ভ এজেন্ট নভিচক-এর সংস্পর্শে এসেছিলেন।

একই নার্ভ এজেন্ট দিয়ে ৪ মার্চ সলসবেরিতে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর হামলা চালানো হয়েছিল। তবে উইল্টশায়ারের দম্পতির ওপর হামলা চালানোর কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

খবরে বলা হয়, শনিবার উইল্টশায়ারের এক বাড়িতে এক দম্পতিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ওই দম্পতি হচ্ছেন চার্লি রওলি ও ডন স্টার্জেস। তারা ‘নভিচক’ নার্ভ এজেন্ট দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের অবস্থা গুরুত্বর। উইল্টশায়ারের মেট্রোপলিটান পুলিশ বাহিনীর সহকারী কমিশনার নেই বসু বলেন, স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর যে নার্ভ এজেন্ট দিয়ে হামলা চালানো হয়েছিল, এইবারের নার্ভ এজেন্টটিও সেই একই গুচ্ছ থেকে এসেছে কি না, সে বিষয় নিশ্চিত করা যায়নি।  এ বিষয়ে তদন্ত করা হবে বলে স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়।