ম্যাথিউয়ের আঘাতে লণ্ডভণ্ড হাইতি ও কিউবার উপকূল, নিহত ৭

ম্যাথিউয়ের আঘাতে লণ্ডভণ্ড হাইতি ও কিউবার উপকূল, নিহত ৭

শেয়ার করুন

_91523481_mediaitem91523480বিশ্বসংবাদ ডেস্ক :

শক্তিশালী হ্যারিকেন ম্যাথিউয়ের আঘাতে প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে হাইতি ও কিউবার উপকূলীয় এলাকা। এ পর্যন্ত কমপক্ষে ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

_91510698_035683724-1তীব্রতা অনুযায়ী ম্যাথিউকে ক্যাটাগরি ৪ বলে উল্লেখ করা হয়েছে। ধীরে ধীরে এটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার দিকে এগোচ্ছে। উপকূলীয় এলাকার বহু বাড়ি, গির্জা এবং স্কুল ধ্বংস হয়ে গেছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। অনেক জায়গা থেকে ভূমিধ্বসের খবর পাওয়া যাচ্ছে।

হারিকেন ম্যাথুর কারণে ১০২ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগেই সতর্কতা মূলক ব্যবস্থা নেয়ায়, প্রাণহানি কম হয়েছে বলে জানিয়েছে দেশ দুটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। পর্যাপ্ত ত্রাণ-সহায়তা ও চিকিৎসা-সেবা দেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দেশ দুটির সরকার।