মুসলিমদের যুক্তরাষ্ট্রে ভ্রমনে নিষেধাজ্ঞা দিতে সুপ্রীম কোর্টে আবেদন হোয়াইট হাউজের

মুসলিমদের যুক্তরাষ্ট্রে ভ্রমনে নিষেধাজ্ঞা দিতে সুপ্রীম কোর্টে আবেদন হোয়াইট হাউজের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর ওপর আবারো যুক্তরাষ্ট্রে ভ্রমন নিষেধাজ্ঞা জারি করতে সুপ্রীম কোর্টের কাছে হোয়াইট হাউজের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এর আগে বিষয়টিকে বৈষম্যমুলক উল্লেখ করে নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করে যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত।

নিম্ন আদালতের এই স্থগিতাদেশের বিরুদ্ধে, উচ্চ আদালতের ৯ জন বিচারপতিকে সাথে নিয়ে সরকারের পক্ষ থেকে দুটি জরুরী আবেদন করা হয়েছে ট্রাম্প সরকারের ভ্রমন নিষেধাজ্ঞা সংক্রানস্ত এই বিতর্কিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও বিতর্কের ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন মুখোপাত্র বলেন, গুরুত্বপূর্ন এই বিষয়টির ওপর শুনানী শুরু করতে উচ্চ আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সন্ত্রাসের কবল থেকে দেশ বাঁচাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্বাহী আদেশের ওপর থেকে অচিরেই কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে হোয়াইট হাউজ নিশ্চিত বলে মন্তব্য করেন ওই মুখোপাত্র।