মসুল বিশ্ববিদ্যালয় দখলে নিল ইরাকি বাহিনীর

মসুল বিশ্ববিদ্যালয় দখলে নিল ইরাকি বাহিনীর

শেয়ার করুন

_93569824_hi037260712বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরকে আইএস’র হাত থেকে পুনর্দখলের লড়াইয়ে শহরটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মসুল বিশ্ববিদ্যালয় এলাকা পুরোপুরি মুক্ত করেছে সরকারি বাহিনী। সেখান থেকে অস্ত্র বানানোর রাসায়নিক পদার্থও উদ্ধার হয়েছে। আইএস এই ক্যাম্পাসটিকে তাদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করতো।

ক্যাম্পাসটির দখল নিতে শুক্রবার বড় ধরনের অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী। আর শনিবার রাতের মধ্যেই এটি পুরোপুরি তাদের হাতে চলে আসে। ইরাকি বাহিনীর বিশ্ববিদ্যালয় দখলের বিষয়টিকে কৌশলগত-ভাবে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। মসুল শহরের পূর্ব অংশ আগে থেকেই নিয়ন্ত্রণে রয়েছে সরকারি বাহিনীর। তবে পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে থেকে গেছে। এই মুহুর্তে ইরাকি বাহিনীর লক্ষ্য ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া।

২০১৪ সালে শহরটির দখল নিয়েছিলো আইএস জঙ্গিগোষ্ঠী। এর পরেই বেশ কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ চলে যায় আইএস’র হাতে। এতে করে অর্থনৈতিকভাবে লাভবান হয় সংগঠনটি।