মসুলে প্রথমবারেরমত রাসায়নিক অস্ত্রের হামলা

মসুলে প্রথমবারেরমত রাসায়নিক অস্ত্রের হামলা

শেয়ার করুন

_94921849_gettyimages-515552218বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের মসুলে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে, প্রথমবার রাসায়নিক অস্ত্র হামলা হয়েছে। এতে অন্তত ১২ জন অসুস্থ হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন।

রেডক্রস জানায়, গত ৪৮ ঘন্টার লড়াইয়ে রাসায়নিক অস্ত্রে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যায় ভুগছে আহত ৫ শিশু। চিকিৎসা দেয়া হয়েছে দুই নারীকে। তাদের চামড়ায় ফোসকা পড়াসহ চোখ লাল হয়ে হয়ে গেছে, বমি করছে।

এর আগে, মার্কিন বাহিনী সতর্ক করেছিল : লড়াইয়ে সালফার মাস্টার্ড যুক্ত অস্ত্র ব্যবহার করতে পারে আইএস জঙ্গিরা। মসুলের লড়াইয়ে ইরাকি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নিয়েছে এবং শহরের দিকে অগ্রসর হচ্ছে। লড়াইয়ের কারণে মসুল থেকে প্রতিদিন অন্তত ১৪ হাজার মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন।