ভারতে জাল্লিকাট্টু অনুমতি পাওয়ার পরই তিনজনের মৃত্যু

ভারতে জাল্লিকাট্টু অনুমতি পাওয়ার পরই তিনজনের মৃত্যু

শেয়ার করুন

_93738414_gettyimages-632178412
বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের চেন্নাইয়ে বিতর্কিত ষাড়ের লড়াই বা জাল্লিকাট্টু খেলা নতুন করে অনুমতি পাওয়ার পরই তিনজনের মৃত্যু হয়েছে। রোববার খেলার সময় ষাড়ের শিংয়ের আঘাতে দুজনের মৃত্যু হয়। অন্যজন অতিরিক্ত তৃষ্ণায় মারা যান বলে জানায় পুলিশ।

২০১৪ সালে মানবাধিকার সংস্থার করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ষাড়ের লড়াই খেলা বন্ধ হয়েছিল। কিন্তু তামিলনাড়ুর জনগণের দাবিতে বিজেপি সরকার আদালতের নির্দেশ পাশ কাটিয়ে নতুন করে ষাড়ের লড়াই খেলার অনুমতি দেয়। শনিবার চেন্নাইয়ের পুদুকোট্টায় জাল্লিকাট্টুর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর। আর মূল অনুষ্ঠান শুরু হয় মেরিনা বিচে। নারী পুরুষ মিলিয়ে অন্তত ১৫ হাজার মানুষ ষাড়ের লড়াই উপভোগ করেন।

তবে তিনজনের মৃত্যুর ঘটনায় খেলা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অনেকেই আহত হয়েছে। অনেকে সরে গেলেও বাকিরা রাস্তা বন্ধ করে ষাড়ের লড়াই খেলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।