ভারতে কমলো পেট্রোল ও ডিজেলের দাম

ভারতে কমলো পেট্রোল ও ডিজেলের দাম

শেয়ার করুন

A view from the helmet of a protest against the 'No Helmet No Petrol' rule organised by Pune city congress committee by offering helmets to commuters to fill the petrol in petrol  pumps. Express Photo by Arul Horizon, 22-07-2016, Pune

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম ১ রুপি এবং ডিজেলের দাম ২ রুপি কমেছে। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে চার দফায় কমলো পেট্রোল ও ডিজেলের দাম।

দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৬০ দশমিক ৯ রুপি। আর ডিজেলের পরিবর্তিত দাম লিটার প্রতি ৫০ দশমিক ২৭ রুপি।

গত পহেলা জুলাই পেট্রোল ও ডিজেলের দাম কমায় ভারত সরকার। পনেরো দিন পর আবারো দাম কমে। এরপর আবারও আগস্ট মাসের শুরুতেই এই দুই জ্বালানির দাম কমানো হয়। সেবার লিটার প্রতি পেট্রোলের দাম কমে ১.৪২ রুপি এবং ডিজেলের দাম কমে লিটার প্রতি ২ দশমিক ০১ রুপি।