বড় ধরনের দুর্ভিক্ষের ঝুঁকিতে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন : জাতিসংঘ

বড় ধরনের দুর্ভিক্ষের ঝুঁকিতে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন : জাতিসংঘ

শেয়ার করুন

c5395dd97593400b8282c59e73ec148a_18বিশ্বসংবাদ ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বড় ধরনের দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আল-জাজিরা জানায়, জাতিসংঘের মানবিক ও ত্রাণ বিষযক সংস্থারর প্রধান মার্ক লোকক সতর্ক করে দিয়ে বলেন, ইয়েমেনের বর্তমান পরিস্থিতি দেখে পরিস্কারভাবেই বোঝা যাচ্ছে যে দেশটি ভয়াবহ দুর্ভিক্ষের মুখে আছে। তিনি আরো বলেন, এই পরিস্থিতি ক্রমশই আরো খারাপের দিকে যাকে।

এর আগে ২০১৭ সালের শুরুর দিকে এবং গত নভেম্বর মাসে জাতিসংঘের মানবিক ও ত্রাণ বিষয়ক সংস্থার পরিচালনা পর্ষদ দেশটি দুর্ভিক্ষের স্বীকার হতে যাচ্ছে বলে দুইবার সতর্ক করে দেয়। লুকক জানান, গত মাসে প্রায় ধারণা করা হচ্ছিলো প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।
আদতে তা প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের কাছাকাছি। যা কিনা দেশটির অর্ধেক জনসংখ্যার সমান। দেশটির প্রায় অর্ধেকরো বেশি মানুষ বিভিন্ন মানবাধিকার সংগঠনের ত্রাণ সহায়তায় কোন রকমে জীবন অতিবাহিত করছে।