‘ব্রিটিশ পার্লামেন্টের বাইরে একাই হামলা করেছিল খালিদ’

‘ব্রিটিশ পার্লামেন্টের বাইরে একাই হামলা করেছিল খালিদ’

শেয়ার করুন

_95306079_compositeবিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে একাই হামলা চালিয়েছিল ঘটনার মূল হোতা খালিদ মাসুদ। হামলার স্থায়িত্ব ছিল মাত্র ৮২ সেকেন্ড।

রোববার এই তথ্য দিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, আরো হামলা হতে পারে, এমন তথ্য তাদের কাছে নেই। হামলাকারী নিহত হওয়ায়, তিনি কেন এ কাজ করেছেন তা কোনো দিন জানা যাবে না। মাসুদ একাই সন্ত্রাসী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, নাকি অন্য কেউ তাকে উৎসাহ, সমর্থন কিংবা নির্দেশনা দিয়েছে তা জানতে জোরেশোরে তদন্ত চলছে বলে জানায় লন্ডন পুলিশ।

গত বুধবার হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে গাড়ি নিয়ে হামলা চালায় খালিদ মাসুদ। ওই হামলার ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত হয়। আহত হয় ৫০ জন।