বেইজিং সফরে ২৫ হাজার কোটি ডলারের চুক্তি, চীনের প্রশংসায় ট্রাম্প

বেইজিং সফরে ২৫ হাজার কোটি ডলারের চুক্তি, চীনের প্রশংসায় ট্রাম্প

শেয়ার করুন

85bddfe1db0543438afa8b29d78986b5_18বিশ্বসংবাদ ডেস্ক :

ট্রাম্পের বেইজিং সফরে ২৫ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।  বেইজিং সফরে চীন এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিন পিং এর ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। যদিও উত্তর কোরিয়া ও বাণিজ্য ইস্যুতে বিভিন্ন সময়ে ট্রাম্প চীনের সমালোচনা করলেও বৃহস্পতিবার বেইজিং এ তার কণ্ঠে শোনা গেলো ভিন্ন সুর।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির জন্য চীনকে দায়ী মনে করেন না। বরং এর জন্য আগের মার্কিন প্রশাসনকেই দায়ী করেন। বৃহস্পতিবার বেইজিং সফরে চীনের বর্নাঢ্য অর্ভত্থনার পর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ট্রাম্প-জিনপিং। বৈঠকে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চীন থেকে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সয়াবিন ও আকাশযান আমদানি করবে যুক্তরাষ্ট্র।

আর আলাস্কা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চীনে রপ্তানি করা হবে। এদিকে দরজা উন্মুক্ত রাখাই চীনের দীর্ঘমেয়াদী বানিজ্য কৌশল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।