বৃহস্পতিবার ব্রিটেনের নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণার প্রধান ইস্যু সন্ত্রাসবাদ

বৃহস্পতিবার ব্রিটেনের নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণার প্রধান ইস্যু সন্ত্রাসবাদ

শেয়ার করুন

_96374421_70a37a4b-6e67-46de-9b26-c881f7940085বিশ্বসংবাদ ডেস্ক :

১২ দিনের ব্যবধানে দুইটি সন্ত্রাসী হামলার পর ব্রিটেনের রাজনৈতিক দলগুলো ‘জঙ্গিবাদ’ আর ‘নিরাপত্তা’ ইস্যুকে শেষ মুহূর্তের প্রচারণার অস্ত্র করেছে। আগামীকাল ৮ জুন দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এক নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের প্রতিহত করতে তিনি মানবাধিকার আইনে পরিবর্তন আনবেন। তিনি বলেন, সন্দেহভাজন বিদেশী সন্ত্রাসীদের স্বাধীনতা ও গতিবিধি নিয়ন্ত্রণ করে ব্রিটেন থেকে বের করার পথ সুগম করতে তিনি প্রয়োজনে নতুন আইন প্রনয়ণ করবেন।

সবশেষ পরিচালিত এক জরিপের ফলাফল অনুযায়ী বৃহস্পতিবারের নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী থেরেসা মে’র সঙ্গে লেবার নেতা জেরেমি করবিনের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। ওই জরিপ একটি ঝুলন্ত পার্লামেন্টের আভাস দিয়েছে।

এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে  গত ১২ দিনের ব্যবধানে এই প্রচারণা দুই দফায় বাধাগ্রস্ত হয় ম্যানচেস্টার ও লন্ডনের জঙ্গি হামলায়। জনগণের নিরাপত্তা শঙ্কা বেড়ে যায়। সামনে চলে আসে জাতীয় নিরাপত্তার বিষয়টি।