বুলেটের জবাব বুলেট দিয়ে দেয়া হবে: রাজনাথ সিং

বুলেটের জবাব বুলেট দিয়ে দেয়া হবে: রাজনাথ সিং

শেয়ার করুন

Rajnath Singh at 110th Annual Session of the PHD Chamberবিশ্ব সংবাদ ডেস্ক:

এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই অংশ হিসেবে শনিবার রাজস্থানের সীমান্ত এলাকা পরিদর্শনে যান রাজনাথ সিং। সেখানেই পাকিস্তানকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন তিনি।

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদ্দেশ্যে তিনি বলেন, এবার বুলেটের জবাব বুলেটেই দেওয়া হবে। ভারত কখনোই আগে অস্থিরতা সৃষ্টি করেনি। কিন্তু এবার কোনো রক্তপাত বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, ভারত এক বিশ্ব এক পরিবার নীতিতে বিশ্বাসী। অন্যের এলাকা দখল করার ইতিহাস ভারতের নেই। সীমান্তে উন্নত বেড়া, ফ্লাডলাইট, জওয়ানদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেট, পানি এবং রাস্তার ব্যবস্থা করার কথাও জানান রাজনাথ সিং।