বিশ্বে করোনায় মৃত সাড়ে ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত সাড়ে ৬ লাখ ছাড়াল

শেয়ার করুন

 

Corona death-6

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। আজ (২৮ জুলাই) সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৪৮৮ জনে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ২০৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৫৭৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে কোভিড-১৯ রোগে দেশে দুই হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই লাখ ২৬ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬৫ জনের। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৩৩২ জন বা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী ৬৩৩ জন বা ২১ দশমিক ৩৫ শতাংশ।

এছাড়া করোনা ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।