বিলম্ব হলেও চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরের সম্ভাবনা রয়েছে

বিলম্ব হলেও চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরের সম্ভাবনা রয়েছে

শেয়ার করুন

image-190153-1561068576
বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রেক্সিট ইস্যুতে ইউরোপিয় ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মাইকেল বার্নিয়ার বলেছেন : বিলম্ব হলেও, এখনো চুক্তিসহ ব্রেক্সিট কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন : আইনিভাবেই এগোনোর সুযোগ ছিল ব্রিটেনের হাতে। কিন্তু তারাই উত্তর আয়ারল্যান্ড ইস্যুকে টেনে এনে ব্রেক্সিটকে জটিল করে তুলেছে। যা এখন ব্রিটেন ও ইউরোপের মধ্যে বিশাল ফারাক তৈরি করেছে। তবে এখনো তিনি আশাবাদী যে, উত্তর আয়ারল্যান্ড দিয়ে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে ব্রিটেন শুল্ক ছাড় দিলেই এই চুক্তি হতে দেরি হবে না। ইউরোপিয় ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মাইকেল বার্নিয়ার জানান : তিনি ইইউ মন্ত্রীদের বোঝানোর চেস্টা করছেন, হয়তো এই সপ্তাহেই ইতিবাচক সংবাদ পাওয়া যেতে পারে। আগামী ৩১ অক্টোবরের মধ্যেই ব্রেক্সিট কার্যকরে বদ্ধপরিকর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।