বিমান হামলায় আইএস প্রধান বাগদাদী নিহত: রাশিয়া

বিমান হামলায় আইএস প্রধান বাগদাদী নিহত: রাশিয়া

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ায় চালানো এক বিমান হামলায় আইএস’র প্রধান আবু বকর আল- বাগদাদী নিহত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ মে উত্তর সিরিয়ার রাকা শহরে বিমান হামলা চালায় তাদের বিমান বাহিনী।

ওই হামলাতেই বাগদাদী নিহত হয়ে থাকতে পারে। বিমান হামলার দিন, বাগদাদীর নেতৃত্বে আইএস’র সামরিক কাউন্সিল রাকায় বৈঠক করছিলো। বিমান হামলার পর, বাগদাদীসহ কয়েক জন আইএস জঙ্গির প্রাণহানির প্রাথমিক তথ্য হাতে পায় রাশিয়া।

তবে বাগদাদীর নিহত হওয়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এর আগেও মার্কিন বাহিনী ও সিরীয় বাহিনীর পক্ষ থেকে, বাগদাদীর নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে।

তবে পররর্তীতে তা ভুল প্রমাণিত হয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএস ঘাঁটি গেড়ে বসার পর থেকে আইএস প্রধান বাগদাদী রাকায় অবস্থান করছে। রুশ ও সিরীয় বাহিনী রাকায় আইএস-বিরোধী অভিযান চালিয়ে আসছে।