বার্লিন রাজ্য পার্লামেন্ট নির্বাচনে মেরকেলের দলের পরাজয়

বার্লিন রাজ্য পার্লামেন্ট নির্বাচনে মেরকেলের দলের পরাজয়

শেয়ার করুন

_91293288_mediaitem91293287
বিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানিতে বার্লিন রাজ্যে পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি বা ‘সিডিইউ’। একে ঐতিহাসিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

ফলাফলে দেখা গেছে, বার্লিন রাজ্যের নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রাটদের ভোট কমেছে ১৮ শতাংশ। যা দলটিকে রাজ্য কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করতে পারে। অন্যদিকে অভিবাসন ও শরণার্থী নীতির বিরোধিতা করে, অলটারনেটিভ ফর জার্মানি-‘এএফডি’ পার্টি, ১৪ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে।

দেশটির নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো দল পাঁচ শতাংশ ভোট পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে। এই নির্বাচনের মাধ্যমে, রাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত করলো এএফডি।

বিশ্লেষকরা বলছেন, মেরকেলের শরনার্থীদের জন্য দরজা খুলে দেওয়ার নীতি, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। দেশটির ১৬টি রাজ্যের মধ্যে এ বছর অনুষ্ঠিত ৫টি রাজ্যের পার্লামেন্ট নির্বাচনের সবগুলোতেই বড় ধরনের উত্থান ঘটেছে এএফডি’র। ডানপন্থী এ দলটি প্রথমবারের মতো বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে।