বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

শেয়ার করুন

_91937608_gettyimages-614799718
বিশ্বসংবাদ ডেস্ক :

বাগদাদে শিয়া মুসলমানদের এক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছে। শনিবার বাগদাদের উত্তরাঞ্চলের একটি ব্যস্ত মার্কেটে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশংকাজনক।

জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। অনেক শিয়া মুসলমান আশুরা পালনের জন্য একত্রিত হয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। আত্মঘাতী হামলাকারী সমাবেশে মিশে গিয়ে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত আইএসের বোমা হামরায় বাগদাদে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। জুলাই মাসে বাগদাদের একটি জনপ্রিয় মার্কেটে বিস্ফোরকভর্তি ট্রাক বিস্ফোরিত হয়ে কয়েকশ মানুষ মারা যান।