ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ম্যাক্রোঁ

ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ম্যাক্রোঁ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নির্বাচনে জয়লাভের কারণে ৩৯ বছর বয়সী এমানুয়েল ম্যাক্রোঁ হতে যাচ্ছেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। দেশটির প্রধান দুটি রাজনৈতিক ধারার বাইরে, তিনিই প্রথম ব্যক্তি যিনি সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন।

ফলাফল প্রকাশের পর প্যারিসের লুভ জাদুঘরের সামনে এক সমাবেশে ভাষণ দেন ম্যাক্রোঁ। ভাষণে তিনি বলেন, ফ্রান্সের ইতিহাসে নতুন কিছু ঘটতে যাচ্ছে। তিনি আরো বলেন, ফ্রান্সের মানুষ তাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন। এটি তার জন্য অনেক সম্মানের, এবং মর্যাদার ব্যাপার। ফ্রান্সের জনগণের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতিক হয়ে উঠতে চান তিনি।

জয়ী হওয়ার পর ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মান চ্যান্সেলর এজ্ঞেরা মেরকেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ ক্লদ ইয়োঙ্কার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।