ফ্রান্সের নির্বাচন : কনজারভেটিভ পার্টির প্রার্থী হলেন ফিলন

ফ্রান্সের নির্বাচন : কনজারভেটিভ পার্টির প্রার্থী হলেন ফিলন

শেয়ার করুন

123

বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচনের প্রাইমারিতে জয় পেয়ে, কনজারভেটিভ পার্টির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হলেন ফ্রাঁসোয়া ফিলন।

প্রতিদ্বন্দ্বী অ্যালেইন জাপ্পি পরাজয় মেনে নেয়ায়, আগামী বছর ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে লড়বেন ফিলন। রোববার ফ্রান্সে প্রেসিডেনশিয়াল নির্বাচনের প্রাথমিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটারদের ৬৭ ভাগ সমর্থন পেয়ে জয়ী হন তিনি।

ফিলন তার নির্বাচনী প্রচারণায় সমতার ভিত্তিতে সমাজ গঠনের অঙ্গীকার করেন। ৬২ বছর বয়সী এই ক্যাথলিক প্রার্থী গর্ভপাত এবং সমকামী বিবাহের পক্ষে। এছাড়া ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি, অবসরের বয়স বাড়ানো এবং স্বাস্থ্য কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফিলন।

আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ফিলনের প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থি প্রার্থী ম্যারি লি পেন। ফিলনের এই জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী অ্যালেইন জাপ্পি।