ফিলিস্তিনি সাংবাদিকদের একাউন্ট বন্ধ করার পর আবার খুলে দিয়েছে ফেসবুক

ফিলিস্তিনি সাংবাদিকদের একাউন্ট বন্ধ করার পর আবার খুলে দিয়েছে ফেসবুক

শেয়ার করুন

479

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিনের দুটি গণমাধ্যমের কয়েকজন সাংবাদিকের একাউন্ট বন্ধ করে দেয়ার পর, আবারো খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আর এর জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

সেহাব নিউজ এজেন্সির চারজন সম্পাদক এবং কুদস নিউজ নেটওয়ার্কের তিন সাংবাদিক গত কয়েক দিন ধরে তাদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে ঢুকতে পারেননি।

195a5d4cf29e42bfba750a8b1f201549_18সম্প্রতি ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের খবর প্রকাশ না করতে ফেসবুকের সঙ্গে চুক্তি করে ইসরায়েল কর্তৃপক্ষ। ওই সাংবাদিকদের দাবি, হয়তো সে কারণেই তাদের ফেসবুক একাউন্ট বন্ধ করে দেয়া হতে পারে। ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীর থেকে দুটি গণমাধ্যম প্রকাশিত হয়।

সেহাব নিউজ এজেন্সির ফেসবুক পেজে প্রায় ৬ কোটি ৩০ লাখের বেশি লাইক রয়েছে। আর কুদস নিউজ নেটওয়ার্কের রয়েছে ৫ কোটি ১০ লাখের বেশি লাইক। তবে শনিবার দুর্ঘটনাবশ এমনটি হয়েছে বলে, ক্ষমা চেয়ে একাউন্ট দুটি খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।