ফিলিপাইন বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন

ফিলিপাইন বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন

শেয়ার করুন

philippines_military_plan_crash

ছবি- সিএনএন

।। ডেস্ক রিপোর্ট ।।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের জোলো দ্বীপে ৯২ জন
সেনা সদস্য নিয়ে ফিলিপাইনে একটি সামরিক
বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল
সাড়ে ১১ টায় দুর্ঘটনাটি ঘটে।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেনজানা
জানান, ’সি-১৩০ ’ নামের বিমানটি জোলো
বিমানবন্দরে অবতরন করার সময় রানওয়ের বাইরে চলে
যায়। ফলে দূর্ঘটনাটি ঘটে।
ফিলিপাইনের সেনা প্রধান জেনারেল সোবেজানা
বলেন,বিমানটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ
মিন্দানাওয়ের কাগায়ান ডি ওরো থেকে জোলো
রানওয়েতে অবতরন করার সময় রানওয়ের বাইরে চলে
আসলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু তারা বিফল
হয়। সামরিক বিমানটির ধ্বংসাবশেষ থেকে এখন
পর্যন্ত ১৭ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁেচ
যাওয়া ৪০ জনকে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে
নেয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা
কাজ করছেন। আরও বেশি মানুষকে জীবিত অবস্থায়
উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, বিমানে থাকা বেশিরভাগ
সেনাই স¤প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন
করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের

একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ঐ অঞ্চলে
মোতায়েন করা হয়েছিল।
তবে বিমানটি যে হামলার শিকার হয়েছে তেমনটি
আমরা মনে করছিনা। উদ্ধার কাজ শেষে তদন্তের পরেই
প্রকৃত ঘটনা জানা যাবে।