প্রস্তুত মার্কিন নাগরিকরা

প্রস্তুত মার্কিন নাগরিকরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। হিলারি না ট্রাম্প, কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, এ প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব। আর শেষ মুহুর্তের প্রাচরণায় ব্যস্ত ট্রাম্প ও হিলারি।gty_clinton_trump_supporters_er_1607_4x3_992

ভোটের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করতে মার্কিন জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আর হিলারি জণগনকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। তবে আইওয়া এবং নর্থ ডাকোটাতে এক ঘন্টা বেশি সময় ভোট নেয়া হবে। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোর সংখ্যা ১৪ কোটি ৬৩ লাখ। এর মধ্যে ৪ কোটির বেশি মানুষ আগাম ভোট দিয়ে দিয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণের দিন নিউইয়র্ক সিটিতে অবস্থান করবেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। আলাদা ভোট কেন্দ্রে ভোট দেবেন তারা।trump-clinton

এদিকে, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায়, প্রচারণা চালাচ্ছেন তারা। প্রচারণায় ভোটকেন্দ্র যেতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি।

আর, মিশিগানে এক সমাবেশে , ব্যালট দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে হিলারির ই-মেইল বিষয়ে এফবিআই’র দায়মুক্তির সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, রাজনৈতিক চাপেই এমন পদক্ষেপ নিয়েছে এফবিআই।

এফবিআইয়ের ওই ঘোষণায় হিলারির প্রচারণা শিবিরে খুশির আমেজ। জরীপে রেটিং বেড়েছে হিলারির। তবে গণমাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।