প্রথম দিনই ‘টিপিপি’ চুক্তি বাতিল করবেন ট্রাম্প

প্রথম দিনই ‘টিপিপি’ চুক্তি বাতিল করবেন ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

হোয়াইট হাউজে দায়িত্ব বুঝে নেওয়ার প্রথম দিনই ১২ দেশের বাণিজ‌্য সহযোগিতা চুক্তি ‘ট্রান্স প‌্যাসিফিক পার্টনারশিপ ট্রেড ডিল’ বাতিল করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০ জানুয়ারি শপথ নেওয়ার পর প্রথম কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়টি জানিয়ে সোমবার এক ভিডিও বার্তায় ট্রাম্প টিপিপি চুক্তি বাতিলের কথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ‌্য কর্মসূচি ‘ওবামাকেয়ার’ বাতিল বা মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়ে ট্রাম্পের ওই ভিডিওবার্তায় কিছু বলা হয়নি।

ভোটের প্রচারের দিনগুলোতে ট্রাম্পের ওই দুটো প্রতিশ্রুতি আলোচনার জন্ম দেয়। ২ সপ্তাহ আগে বিশ্বকে অবাক করে দিয়ে নির্বোচনে জিতে যান ট্রাম্প, ভোটের ফল নিয়ে যুক্তরাষ্ট্রের শতাধিক শহরে বিক্ষোভও হয়। নির্বাচিত হওয়ার পর বিশ্বনেতাদের মধ‌্যে প্রথম ট্রাম্পের সাক্ষাৎ পান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যার দেশ ট্রান্স-প‌্যাসিফিক বাণিজ‌্য চুক্তিতে জোরালো সমর্থন দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ও জাপান ছাড়াও মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউ জিল‌্যান্ড, কানাডা ও মেক্সিকোসহ ১২টি দেশ ২০১৫ সালে ওই চুক্তি করে। বিশ্বের মোট অর্থনীতির ৪০ শতাংশের নিয়ন্ত্রণ রয়েছে ওই ১২ দেশের হাতে।