প্রতিনিধি পরিষদে পাশ হলো ওবামাকেয়ার বাতিলের বিল

প্রতিনিধি পরিষদে পাশ হলো ওবামাকেয়ার বাতিলের বিল

শেয়ার করুন

th
বিশ্বসংবাদ ডেস্ক :

ওবামার স্বাস্থ্যনীতি বাতিলে প্রথম পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন প্রতিনিধি পরিষদ। শুক্রবার প্রতিনিধি পরিষদের সভায় স্বাস্থ্যনীতি সম্পর্কিত নতুন আইন প্রণয়ন এবং সে সম্পর্কিত বাজেটের বিষয়টি পাশ হয়েছে। নতুন প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৭৭টি। আর বিপক্ষে ভোট ছিল ১৯৮টি।

এর আগে গত বৃহস্পতিবার সিনেটেও ৫১-৪৮ ভোটে পাশ হয় ওবামাকেয়ার বাতিলের বিল। আগামী ২৭ জানুয়ারির মধ্যে ৪টি কমিটিকে নতুন স্বাস্থনীতির খসড়া প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা পল রায়ান বলেন, এর ফলে ওবামাকেয়ার বাতিল ও মার্কিনিদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেয়ার পথে একধাপ এগোলো নতুন সরকার।

তবে দুই দলের আইনপ্রণেতারা মনে করছেন, শেষ পর্যন্ত হয়তো পুরো স্বাস্থ্যনীতি বাতিল না করে, এর কিছু ধারা সংশোধন করা হতে পারে। ওবামার স্বাস্থ্যনীতির আওতায়, ২ কোটির বেশি মার্কিনি যাদের কোনো স্বাস্থ্যবীমা নেই অথবা বীমা করার সামর্থ্য রাখে না তাদের জন্য চিকিৎসা সহজলভ্য করা হয়।