প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন

প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন

শেয়ার করুন

060316-middle-east-peace-summit-launched-in-paris--1এটিএন টাইমস ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলন। বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ বলেছেন, সম্মেলনের উদ্দেশ্য, দ্বি-রাষ্ট্র নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করা। যাতে ভবিষ্যতে নিষ্পত্তির ক্ষেত্রে এটি কাজে লাগে। তার মতে, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার।

মূল সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনের কোনো উপস্থিত থাকছেন না। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার ফ্রাসোয়াঁ ওলাদের সঙ্গে সাক্ষাত করবেন। তার কাছ থেকেই সম্মেলনের সারসংক্ষেপ জানতে পারবেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এরইমধ্যে সম্মেলনকে স্বাগত জানিয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সম্মেলনকে প্রতারণামূলক বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। ২০১৪ সালের এপ্রিলে, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সবশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।