পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

শেয়ার করুন

 

Earthquake graph
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৯। এতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে যার গভীরতা ছিলো ৮৫ কিলোমিটার।

তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
ভূমধ্যসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে উপকূলীয় তিনশ কিলোমিটারের মধ্যে সুনামি সৃষ্টি হতে পারে। এ জন্য লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।