পানির সংকট ও গরমে বিপর্যস্ত জাপানের বন্যা কবলিত এলাকা

পানির সংকট ও গরমে বিপর্যস্ত জাপানের বন্যা কবলিত এলাকা

শেয়ার করুন

TELEMMGLPICT000169144522_trans_NvBQzQNjv4BqkzRVrpaG8pgYx8zuruU0oLxVMM-N2Dh3uu4C0ivbnMwবিশ্বসংবাদ ডেস্ক :

বিশুদ্ধ পানির সংকট ও গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম জাপানের বন্যা কবলিত এলাকাগুলো। নানা রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরো অনেক।

পানি নেমে গেলেও পাহাড়ের ঢালে ও প্লাবন ভূমিতে থাকা পশ্চিম জাপানের আবাসিক এলাকাগুলোতে রেখে গেছে ধ্বংসের চিহ্ন।  প্রায় আড়াই লাখ বাড়িতে ব্যবহার করার মতো কোনো পানি নেই।
TELEMMGLPICT000169207459_trans_NvBQzQNjv4BqpVlberWd9EgFPZtcLiMQfy2dmClwgbjjulYfPTELibA
ভোগান্তি বহুগুন বাড়িয়ে দিয়েছে তাপমাত্রা।  ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি হওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা পরিবারগুলোর জীবন অসহনীয় হয়ে উঠেছে। এর মধ্যে পানির অভাবেহিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন বলে জানিয়েছ কর্তৃপক্ষ। সরবরাহ করা পানি অপ্রতুল হওয়ায় মানুষ হাতের কাছে যে পানি পাচ্ছে তাই ব্যবহার করছে, এতে পানিবাহিত নানা রোগবালাই  ছড়িয়ে পড়ায় শঙ্কা তৈরি হয়েছে। সরকার পানিবাহী ট্রাক পাঠালেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

৭০ হাজারেরও বেশি সৈন্য, পুলিশ ও দমকল কর্মী ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পুরু কাদা ও দুর্গন্ধ ও গরম উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।