পাকিস্তানে হমলাকারীরা লস্কর-ই-জংভির সদস্য

পাকিস্তানে হমলাকারীরা লস্কর-ই-জংভির সদস্য

শেয়ার করুন

_92076493_8aaef874-9caf-4b52-9ece-62b65bdb22e4
বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলার জন্য জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জংভিকে দায়ী করেছে দেশটির একজন শীর্ষ সেনা কর্মকর্তা। একইসঙ্গে হামলাকারীরা আফগানিস্তান থেকে নির্দেশনা পেয়েছে বলেও দাবি করেন তিনি।

বেলুচিস্তানে মোতায়েন সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার শের আফগান জানান, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-জংভি’র সঙ্গে সংশ্লিষ্ট ‘আল আলামি’ গ্রুপের সদস্য। ওই গ্রুপটি এর আগেও কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।

_92086551_mediaitem92086550বেলুচিস্তানের প্রদেশিক রাজধানী কোয়েটার পুলিশ প্রশিক্ষণ কলেজে, সোমবার রাতে চালানো ওই জঙ্গি হামলায় মারা যায় অন্তত ৬১ জন। মঙ্গলবার কোয়েটায় সন্ত্রাসী হামলায় নিহতদের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩ হামলাকারী কলেজের মূল গেট দিয়ে অতর্কিতে ঢুকে, বেশ কিছু প্রশিক্ষণার্থীকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেখানে ছুটে যায় সেনা ও প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস। তাদের অভিযানের সময় হামলাকারী তিন জঙ্গির একজন গুলিতে নিহত হয়। আর বাকি দুই জন নিজেদের বোমাতেই মারা যায়।