পশ্চিম মসুলের দু’টি এলাকা পুনরুদ্ধারে সমর্থ হয়েছে ইরাকি বাহিনী

পশ্চিম মসুলের দু’টি এলাকা পুনরুদ্ধারে সমর্থ হয়েছে ইরাকি বাহিনী

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

পশ্চিম মসুলের দু’টি মূল এলাকা আইএস-এর কাছ থেকে পুনরুদ্ধারে সমর্থ হয়েছে ইরাকি বাহিনী। কর্তৃপক্ষে জানায় : মুক্ত করা আল কুর এবং আল তাওয়াফা স্থান দু’টি দিয়ে এখন নিরাপদে বেসfমরিক লোকজন সরিয়ে নেওয়া সম্ভব হবে।

শনিবার আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকী সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। তাদের প্রতিহত করতে সর্বশক্তি দিয়ে আঘাত হানার পর ওই স্থান দু’টি থেকে পালিয়ে যায় জঙ্গিরা। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ২০১৪ সাল থেকে ছিল আইএস-এর নিয়ন্ত্রণে।

আইএসের শেষ বড় ঘাঁটি এই মসুল পুনরুদ্ধারে দেশটির সেনাবাহিনী অভিযান চালিয়ে আসছে। ইতোমধ্যে শহরটির একটা বড় অংশ আবারো দখলে নিতে সক্ষম হয়েছে তারা। আইএসবিরোধী এই অভিযানে ইরাকি বাহিনীকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ।