পশ্চিমতীরে ইসরায়েলের বসতি নির্মানে জাতিসংঘের সমালোচনা

পশ্চিমতীরে ইসরায়েলের বসতি নির্মানে জাতিসংঘের সমালোচনা

শেয়ার করুন

e07b49344b944780939264af457bc3f8_18বিশ্বসংবাদ ডেস্ক :

এবার পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। এর আগে পশ্চিম তীরে আরও ৩ হাজার নতুন বসতি নির্মাণ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি নাগরিকদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

এর আগে গত ২৪ জানুয়ারি নতুন করে আড়াই হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর আবারো এমন ঘোষণা দেয়া হলো। আমোনায় এরইমধ্যে কয়েক হাজার ইসরায়েলি সেনা পাঠানো হয়েছে।

১৯৬৭ সালের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৪০টি স্থানে ৬ লাখেরও বেশি ইহুদী বসবাস করছে। আন্তর্জাতিক আইনমতে, এই বসতি অবৈধ হলেও ইসরায়েল সেটা মানতে নারাজ।