পরমাণু অস্ত্র চুক্তি: পুতিন-বোল্টন জরুরি বৈঠক

পরমাণু অস্ত্র চুক্তি: পুতিন-বোল্টন জরুরি বৈঠক

শেয়ার করুন

putin-bolton-ap-02-jpo-181023_hpEmbed_19x12_992
বিশ্বসংবাদ ডেস্ক :

রুশ-মার্কিন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

মঙ্গলবার মস্কো সফরে গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুজন। পরে এক সংবাদ সম্মেলনে জন বোল্টন জানান, ৩১ বছরের পুরোনো ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ হলো, এই চুক্তি লঙ্ঘন করে ইতোমধ্যে মিসাইল তৈরি করেছে রাশিয়া এবং সেটি মোতায়েনও করেছে তারা।

তবে পুতিন জানান, তারা উস্কানিমূলক তেমন কিছুই করেননি। আগামী মাসে প্যারিসে ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আগ্রহী পুতিন। ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত ইউনিয়নের প্রধান মিখাইল গর্ভাচেভ চুক্তিটি করেছিলেন।

চুক্তিটিতে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ কিলোমিটার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, এই চুক্তি লঙ্ঘন করে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া, যা দিয়ে যেকোনো ন্যাটোভূক্ত দেশে পারমানবিক হামলা চালাতে সক্ষম মস্কো।