নেপালে ২০ বছর পর স্থানীয় নির্বাচন

নেপালে ২০ বছর পর স্থানীয় নির্বাচন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

দুই দশক পর প্রথমবারের মতো আজ নেপালে স্থানীয় নির্বাচনের ভোট গ্রহন চলছে। এই নির্বাচনকে গৃহযুদ্ধের অবসানের পর গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নেপালের স্থানীয় সময় সকাল সাতটায় তিনটি প্রদেশে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় ৫০ হাজার ভোটার ২৮৩টি পৌরসভায় মেয়র, ডেপুটি মেয়র, ওয়ার্ড চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে ভোট দিচ্ছেন।

এ নির্বাচনকে কেন্দ্র করে দেশটির দক্ষিণে ভারত সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা অস্থিরতা রয়েছে। সেখানে সংখ্যালঘু মাধেসি জাতিগোষ্ঠী সংবিধানের সংশোধনী না হওয়া পর্যন্ত নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বাকি চারটি প্রদেশে আগামী ১৪ জুন দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে।