নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে মামলা

নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

_91352706_9450c51c-72a3-4216-95fe-64fa5b44c0ef

বিশ্বসংবাদ ডেস্ক :

কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার কারফিউ জারি করেছে প্রশাসন।

এরইমধ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করা হত্যাকারী পুলিশ সদস্য বেটি শেলবির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার অন্তত চার বছরের সাজা হতে পারে।

গত সপ্তাহে টেরেন্স ক্লাচার নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করে বেটি শেলবি। প্রতিবাদে বৃহস্পতিবার রাতে শহরের প্রধান একটি সড়ক বন্ধ করে রাখার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় বই পড়ার সময় কেইথ স্কট নামে এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে হত্যা করেছে দাবি করে নিহতের পরিবার। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তি বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিলেন। এ নিয়েই শুরু হয় বিক্ষোভ। এখন পর্যন্ত প্রায় ২০ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিক্ষোভকারীদের একজন।