নতুন বিচারপতি হিসেবে কাভানকে মনোনয়ন দিলেন ট্রাম্প

নতুন বিচারপতি হিসেবে কাভানকে মনোনয়ন দিলেন ট্রাম্প

শেয়ার করুন

_102454237_hi048044432বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি অ্যান্টনি কেনেডির জায়গায় নতুন বিচারপতি হিসেবে নিজের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আপিল বিভাগীয় বিচারক ব্রেট কাভানফকে নতুন বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম দেড় বছরের মধ্যে ট্রাম্প দেশের সর্বোচ্চ আদালতে আজীবনের জন্য দুইজনকে নিয়োগ দিলেন। আলজাজিরা জানায়, ট্রাম্পের মনোনয়ন পেলেও সিনেট থেকে নিশ্চয়তা পাওয়ার পরই সুপ্রিম কোর্টে বিচারপতির আসনে বসতে পারবেন ৫৩ বছর বয়সী কাভানফ।

গত ২৭ জুন অ্যান্থনি কেনেডি ৮১ বছর বয়সে অবসরের ঘোষণা দেন। সে কারণে নতুন বিচারপতি নিয়োগের প্রয়োজন পড়ে। তবে কাভানগকে সিনেটের অনুমোদন পাইয়ে দিতে কঠিন লড়াই করতে হবে রিপাবলিকানদের।

সর্বোচ্চ মার্কিন আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন।

কাভানগ ২০০৬ সালে ডিস্ট্রিক অব কলম্বিয়া সার্কিটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কোর্ট অব আপিলের দায়িত্ব পালনের সময় থেকেই কট্টর রক্ষণশীল বিচারক হিসেবে পরিচিত। ওই একই আদালতে কর্মরত ছিলেন বর্তমান প্রধান বিচারপতি জন রবার্ট।  গর্ভপাতের মতো সামাজিক ইস্যুতে কাভানগের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে কনজারভেটিভদের।