দূতাবাসে থাকতে হলে ব্যয়ভার বহন করতে হবে অ্যাসাঞ্জকে

দূতাবাসে থাকতে হলে ব্যয়ভার বহন করতে হবে অ্যাসাঞ্জকে

শেয়ার করুন

_104094550_050276655বিশ্বসংবাদ ডেস্ক :

লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে থাকতে হলে ইন্টারনেট বিল, পোষ্য প্রাণির লালন-পালন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যয় বহন করতে হবে উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। সোমবার ইকুয়েডরের একটি আদালত নতুন করে এই রুল জারি করেন।

এর আগে, লন্ডন দূতাবাসও এসব শর্ত আরোপ করে। তবে আদালতের এই নির্দেশকে মৌলিক অধিকার লঙ্ঘন এবং স্বাধীন মতপ্রকাশের অন্তরায় বলে দাবি করেছেন এবং এসব নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ।

যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় গ্রেপ্তার এড়ানো এবং সুইডেনের কাছে হস্তান্তর এড়াতে ছয় বছর আগে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেল ইনিগো সালভাদর জানিয়েছেন, যতোদিন ইচ্ছা দূতাবাসে থাকতে পারবেন অ্যাসাঞ্জ তবে কিছু ব্যয়ভার বহন করতেই হবে তাকে।

সাধারণ ইরাকিদের ওপর মার্কিন সেনাবাহিনীর গুলি করার তথ্য ও ছবি ২০১০ সালে ফাঁস করে দিয়েছিল উইকিলিকস। এ ঘটনায় অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে বিচার করতে চায় যুক্তরাষ্ট্র।