দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার কারাদণ্ড

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার কারাদণ্ড

শেয়ার করুন

_96910269_039644290বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে সাড়ে নয় বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করার সুযোগ পাবেন জানিয়েছেন বিচারক।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সঙ্গে এক দুর্নীতিতে ঘুষ হিসেবে অ্যাপার্টমেন্ট পাওয়ার অভিযোগ অস্বীকার করেন লুলা। তিনি কোনো ধরণের অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বিচারটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ব্রাজিলের এ সাবেক প্রেসিডেন্ট।_96910621_gettyimages-686448570লুলা ২০১১ সাল পর্যন্ত আট বছর ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। আগামী বছর বামপন্থী ওয়ার্কাস পার্টি থেকে আবার নির্বাচনে দাঁড়াবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।একটি বিবৃতিতে লুলাকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী এবং তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।