দামেস্কে গাড়ি বোমা হামলায় আটজন নিহত

দামেস্কে গাড়ি বোমা হামলায় আটজন নিহত

শেয়ার করুন

_96766055_9cb9207a-19ae-4f85-826b-ae95e652019dবিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়ি বোমা হামলায় অন্তত ৮ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো অনেকে।

পুলিশ জানায়, রোববার সকালের দিকে দামেস্কে প্রবেশের সড়কে এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তাহরির স্কয়ারের দিকে যাওয়ার সময় সংকেত দিয়ে তিনটি গাড়ি থামানোর নির্দেশ দেয় পুলিশ। দুটিকে থামানো গেলেও অপরটি গাড়িটি পাশ কাটিয়ে সামনে নেয়ার পর হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এ সময় অন্য গাড়ি দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

_96765732_a40ac09a-3755-47ba-b4b6-d826fcc60cdeতাদের ধরতে অভিযান শুরু করেছে সিরিয়ান পুলিশ। গত ছয় বছরের যুদ্ধে সিরিয়ায় অন্তত সাড়ে চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়ে প্রাণ ভয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আরো পনের লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধ সাময়িক বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে জাতিসংঘ।