দক্ষিণ চীন সাগরে মার্কিন ডুবোযান আটক

দক্ষিণ চীন সাগরে মার্কিন ডুবোযান আটক

শেয়ার করুন

201506021135494715_navy-alert-to-chinese-nuclear-submarine-threat-in-indian_secvpfএটিএন টাইমস ডেস্ক:

দক্ষিণ চীন সাগরে চালক বিহীন একটি মার্কিন ডুবোযান আটক করেছে চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি গবেষণা জাহাজ ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসেবে ফিলিপাইনের কাছে আন্তর্জাতিক জলসীমায় তথ্য সংগ্রহ করছিলো ডুবোযানটি।

তখন চীনের নৌবাহিনীর সদস্যরা একটি ছোট নৌকায় করে সেখানে গিয়ে যানটি ছিনিয়ে নেয়। ওশেন গ্লাইডার নামের ওই ডুবোযানটি পানির লবণাক্তটা আর তাপমাত্রা পরীক্ষার কাজ করে। দক্ষিণ চীন সাগরে জরিপ ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের ২৯টি জাহাজ মোতায়েন রয়েছে, যার মধ্যে ইউএসএনস বোডিচ একটি।

পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনে যুক্তরাষ্ট্রের ডুবো-যানটি দক্ষিণ চীন সাগরে জরিপে কাজে নিয়োজিত ছিল। চীনা জাহাজের সঙ্গে রেডিওর মাধ্যমে বোডিচ তাক্ষণিকভাবে যোগাযোগ করে ডুবো-ড্রোনটি ফেরত চায়। কিন্তু তা উপেক্ষিত হয়।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, পেশাদার কোনো নৌবাহিনীর আচরণ নয় এটি। মার্কিন ডুবো-ড্রোন জব্দ করার মধ্য দিয়ে আবারও একবার দক্ষিণ চীন সাগরে শক্তিশালী সামরিক উপস্থিতিরি জানান দিল চীন।