থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে কোনো ঝুঁকি নেয়া হবেনা

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে কোনো ঝুঁকি নেয়া হবেনা

শেয়ার করুন

_102370250_047926589-1বিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ জন কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধারে কোন রকম ঝুঁকি নেবে না উদ্ধারকারীরা।

থাই কর্তৃপক্ষ জানায়,গুহার ভিতরে তারা খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবা পেয়েছে। ডাক্তার ও নার্সসহ সাত জন ডুবুরী গুহার ভিতরে ওই দলের সাথে যোগ দিয়েছেন। আটকে পড়াদের নিরাপত্তার বিষয়ে এখন জোর দিচ্ছেন উদ্ধারকারীরা।
kpoচিয়াং রাই এর গভর্নর নারংসাক অসোত্থানাকর্ন জানান, আটকে পড়া কিশোর ও তাদের ফুটবল কোচকে বের করে আনতে কোন তাড়াহুড়ো করা হবে না। আরো ভারি বর্ষণের কারণে পানি বাড়তে থাকায় গুহার ভিতরের বায়ু থলিটি অবশ্য কিছুটা ঝুঁকির মুখে রয়েছে বলে জানান গভর্নর।

এদিকে আটকে পড়া কিশোরদের নতুন ভিডিও প্রকাশ করেছে থাই নৌবাহিনী। ভিডিওটিতে কিশোরদের কম্বল গায়ে বসে থাকতে দেখা গেছে।