তুরস্কের সঙ্গে সম্পর্ক পুণস্থাপনে আগ্রহী রাশিয়া

তুরস্কের সঙ্গে সম্পর্ক পুণস্থাপনে আগ্রহী রাশিয়া

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাসহ কূটনৈতিক বন্ধন পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর এ আশ্বাস দেন তিনি।

মস্কোতে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তুরস্ক ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরুর পরিবেশ তৈরি হয়েছে। আঙ্কারার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ ধীরে ধীরে তুলে নেয়া হবে।

853189

অন্যদিকে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে আশাবাদী এরদোয়ানও। দু’নেতার বৈঠকে ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর ফোন করায় পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট।

গত মাসে তুরস্কে অভুত্থান চেষ্টার পর এটিই এরদোয়ানের প্রথম বিদেশ সফর। গত নভেম্বরে সিরিয়া সীমান্তে একটি রুশ বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে মস্কো-আঙ্কারার মধ্যে উত্তেজনা শুরু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া তুরস্কের ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করে।

সম্প্রতি তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ান রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছেন বলে ধারনা করছেন বিশ্লেষকরা।