তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯ যুদ্ধ বিমান

তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯ যুদ্ধ বিমান

শেয়ার করুন

tai

আন্তর্জাতিক ডেস্ক।।

নতুন করে তাইওয়ান ও চীনের মধ্যে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। তাইওয়ানের আকাশ সীমার মধ্যে চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসির খবরে বলা হয়, ওই বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ–৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।
এ ছাড়া বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়। চীনা উড়োজাহাজগুলো তাইওয়ানের প্রাতাস দ্বীপের উত্তর–পূর্ব অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান।

এর আগেও বহুবার চীনের এ আগ্রাসনের অভিযোগ আনে দেশটি। তাদের অভিযোগ, চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে।